New Multi-Level Drop-Down Menu

Drop down menu makes the navigation in your blog a lot easier, as you can put a number of links in a single row or column.

See this widget in action: ClubVista Template

Similar Widgets:

1. Multi Level Drop Down Menu - Black


2. Sliding Drop Down Menu



To use this drop down menu on your blog, follow these instructions:



STEP #1:

Log in to Blogger, go to Layout and click on "Edit HTML"




Find (CTRL+F) this code in the template:


</head>
and immediately ABOVE / BEFORE that, paste this code:


<!--MULTI-LEVEL-DD-MENU-STARTS-->


<link rel="stylesheet" href="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/style.css" type="text/css" />


<script type="text/javascript" src="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/script.js"></script>




<!--MULTI-LEVEL-DD-MENU-http://bloggerstop.net-->


STEP #2:

Now go to "Layout" -> "Edit HTML" -> "Page Elements" and click on "Add a Gadget" and select it as "HTML/JavaScript" type.




And add this code to it:


<!--MULTI-LEVEL-DD-MENU-STARTS-->


<ul class="menunew" id="menu">


<li><a href="#" class="menulink">Dropdown One</a>


<ul>


<li><a href="#">Navigation Item 1</a></li>




<li>


<a href="#" class="sub">Navigation Item 2</a>


<ul>


<li class="topline"><a href="#">Navigation Item 1</a></li>


<li><a href="#">Navigation Item 2</a></li>




<li><a href="#">Navigation Item 3</a></li>


<li><a href="#">Navigation Item 4</a></li>


<li><a href="#">Navigation Item 5</a></li>




</ul>


</li>


<li>


<a href="#" class="sub">Navigation Item 3</a>


<ul>


<li class="topline"><a href="#">Navigation Item 1</a></li>




<li><a href="#">Navigation Item 2</a></li>


<li>


<a href="#" class="sub">Navigation Item 3</a>


<ul>


<li class="topline"><a href="#">Navigation Item 1</a></li>




<li><a href="#">Navigation Item 2</a></li>


<li><a href="#">Navigation Item 3</a></li>


<li><a href="#">Navigation Item 4</a></li>




<li><a href="#">Navigation Item 5</a></li>


<li><a href="#">Navigation Item 6</a></li>


</ul>


</li>


<li><a href="#">Navigation Item 4</a></li>




</ul>


</li>


<li><a href="#">Navigation Item 4</a></li>


<li><a href="#">Navigation Item 5</a></li>


</ul>




</li>


<li><a href="http://bloggerstop.net" class="menulink">Blogger Help</a></li>


<li>


<a href="#" class="menulink">Dropdown Two</a>


<ul>


<li><a href="#">Navigation Item 1</a></li>




<li>


<a href="#" class="sub">Navigation Item 2</a>


<ul>


<li class="topline"><a href="#">Navigation Item 1</a></li>


<li><a href="#">Navigation Item 2</a></li>




<li><a href="#">Navigation Item 3</a></li>


</ul>


</li>


</ul>


</li>


<li>


<a href="#" class="menulink">Dropdown Three</a>




<ul>


<li><a href="#">Navigation Item 1</a></li>


<li><a href="#">Navigation Item 2</a></li>


<li><a href="#">Navigation Item 3</a></li>




<li><a href="#">Navigation Item 4</a></li>


<li><a href="#">Navigation Item 5</a></li>


<li>


<a href="#" class="sub">Navigation Item 6</a>




<ul>


<li class="topline"><a href="#">Navigation Item 1</a></li>


<li><a href="#">Navigation Item 2</a></li>


</ul>


</li>




<li><a href="#">Navigation Item 7</a></li>


<li><a href="#">Navigation Item 8</a></li>


<li><a href="#">Navigation Item 9</a></li>




<li><a href="#">Navigation Item 10</a></li>


</ul>


</li>


</ul>


<script type="text/javascript">


var menu=new menu.dd("menu");


menu.init("menu","menuhover");




</script>


<!--MULTI-LEVEL-DD-MENU-http://bloggerstop.net-->
Of course you have to edit the content before saving this widget.

Meta Tags - Importance and How To Use

For any website, a good percentage of traffic comes from search engines like Google, Yahoo, AOL, MSN Search etc. But when search spiders from these search engines come to your website for archiving and indexing, they may or may not pick those important keywords, words, phrases, information from your website, which you actually wanted to be indexed.

So you must guide those search engine spiders, what to be indexed and what should not, which can be done by Meta Tags.

Meta tags are placed in the <Head> region of any blog/web site. These tags mainly contain the Title of the website, general information, all keywords, pages to be indexed / left, author's name, e-mail, language of website, copyright information etc. These meta tags are optional, you may add all of them or some of them or even none. But for Search Engine Optimization, and better indexing, and to get more traffic from search engines, you must add meta tags to your website.



Here are the simple code lines to be added in the <Head> </Head> region:

<title>TITLE_OR_NAME_OF_YOUR_WEBSITE</title>

<link href="mailto:YOUR_EMAIL_ADDRESS_HERE" rev="made"/>

<meta content="ALL_KEYWORDS_HERE_SEPARATED_BY_COMMAS" name="keywords"/>


<meta content="YOUR_NAME_HERE" name="author"/>

<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>

<meta content="GENERAL_DESCRIPTION_HERE" name="description"/>

</b:if>

<meta content="SEE_BELOW" name="ROBOTS"/>
Change those lines in blue color above.




In the last meta tag, where "SEE_BELOW" is written, select one of these as per your requirement/choice.

- INDEX,FOLLOW  Index this page and follow all links.

- INDEX,NOFOLLOW  Index this page but do not follow or index links on this page.

- NOINDEX,FOLLOW  Do not index this page but follow all links.

- NOINDEX,NOFOLLOW  Do not index this page. Do not follow or index links on this page.




For any particular page, if you want to add any keywords or if you want to add "nofollow" / "noindex" tags to that page, you can add these code lines:
<b:if cond='data:blog.url == "URL_OF_THE_SPECIFIC_PAGE_WITH_http"'>

<meta name="ROBOTS" content="NOINDEX,NOFOLLOW"/>

<meta content="ALL_KEYWORDS_HERE_YOU_CAN_ADD_MORE_LATER_TOO" name="keywords">

</b:if>
For any further queries, you  can write your doubts in the comments section.


Get Paid From Bloggerwave


Bloggerwave is one of PPP (Pay Per Post) Program. It's like sponsoredreviews, buyblogreview and other PPP program. They provide some jobs to be reviewed by bloger. It's such as writing an article about a website or company and then we post it in our blog. To be approved to Bloggerwave is easier than other PPP programs. No PR needed or any others criteria. So I thing this is a good PPP program

How to Creat a Dropdown Menu?



What is dropdown menu?
Dropdown menu is like this :



Here is the trick how to create dropdown menu :

Copy the code below and put it on your page elements.


<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="0" selected>Blog Archive</option>
<option value="Links 1">Text 1</option>
<option value="Links 2">Text 2</option>
</select>

The red text is links, change it with your links.
The blue text is Anchor text. Yau must change it.

For example :


<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">
<option value="0" selected>Blog Archive</option>
<option value="http://trick-blog.blogspot.com/2008/02/tutorial-to-create-dtree-menu.htmll"> How to Create Dtree Menul </option>
<option value="http://trick-blog.blogspot.com/2008/01/how-to-create-search-engine-in-blogger.html"> How to Create Search Engine </option>
</select>

The result would be like this:



To add more menu/item, put a code like below

<option value="Links 3">Text 3</option>

before this code </select>

If you want the links opened in new window, change the code below

<select onChange="document.location.href=this.options[this.selectedIndex].value;">

with this code ::

<select onchange="javascript:window.open(this.options[this.selectedIndex].value);">

The resul would be like this:




Creat Tab View



Tab View is very usefull box. We can fill it with many contain. It will save our blogs area. (See Image Below)


Here is Tutorial how to create a tab view:

1. Login to blogger, go to "Layout --> Edit HTML"
2. Then find this code ]]></b:skin>
3. Insert the below code before ]]></b:skin> or in CSS tag.

div.TabView div.Tabs
{
height: 24px;
overflow: hidden;
}
div.TabView div.Tabs a
{
float: left;
display: block;
width: 90px; /* Width top main menu */
text-align: center;
height: 24px; /* Height top main menu */
padding-top: 3px;
vertical-align: middle;
border: 1px solid #000; /* Top Main menu border color */
border-bottom-width: 0;
text-decoration: none;
font-family: "Times New Roman", Serif; /* Top main menu font */
font-weight: 900;
color: #000; /* Top main menu font color */
}
div.TabView div.Tabs a:hover, div.TabView div.Tabs a.Active
{
background-color: #FF9900; /* Top main menu background color */
}
div.TabView div.Pages
{
clear: both;
border: 1px solid #6E6E6E; /* Content Border color */
overflow: hidden;
background-color: #FF9900; /* Content background color */
}
div.TabView div.Pages div.Page
{
height: 100%;
padding: 0px;
overflow: hidden;
}
div.TabView div.Pages div.Page div.Pad
{
padding: 3px 5px;
}


4. You can change the code according to the red text explanation. To get html color code see HERE
5. The next step is put the code below before </head>

<script src='http://superinhost.com/trikblog/tabview.js' type='text/javascript'/>


6. Then "save" it.
7. Go to "Page Elements" menu
8. Chose "Add Page Element" --> "HTML/Javascript" in place where you want to put this tab.
9. Insert this code :
<form action="tabview.html" method="get">
<div class="TabView" id="TabView">
<div class="Tabs" style="width: 350px;">
<a>Tab 1</a>
<a>Tab 2</a>
<a>Tab 3</a>

</div>
<div class="Pages" style="width: 350px; height: 250px;">

<div class="Page">
<div class="Pad">
Tab 1.1 <br />
Tab 1.2 <br />
Tab 1.3 <br />

</div>
</div>

<div class="Page">
<div class="Pad">
Tab 2.1 <br />
Tab 2.2 <br />
Tab 2.3 <br />

</div>
</div>

<div class="Page">
<div class="Pad">
Tab 3.1 <br />
Tab 3.2 <br />
Tab 3.3 <br />

</div>
</div>


</div>
</div>
</form>

<script type="text/javascript">
tabview_initialize('TabView');
</script>


Note :
- The number or the blue text(350px) Is size of the tabview.
- The green code is the main menu text
- The red code is the content of tabview. you can fill it with links, banner, widget, comment or anything.
- To add more menu, see on the blink code. Add the code under it.

Good luck every body.






Blogging Tools

Blogging Tools to Create More Content, Traffic, and Make More Money..

Blogging is fun. It is the other stuff you have to do that sucks.
We have compiled a list of the most useful blogging software, tools and systems you can use to skyrocket your blogging income easily. While these require a small level of investment, they are always great value for money and can save you a massive amount of time.
Here is out top list of blogging software / tools :

Social Bookmarking Software / Tools

Social bookmarking is a great way to get links to your blog. Unfortunately, waiting for this to happen can take a long time. With the tools below you can jumpstart your social bookmarking and even automate it completely.
ASP Auto Social Poster WordPress plugin that enables you to automatically submit your blog’s latest entry to many social bookmarking sites like Delicious, Blogmarks, Simpy, Furl and many more. Just list your social bookmarking accounts, and every post you publish will be randomly bookmarked.
RSS-Bookmarker RSS Bookmarker A PC-based program (not plugin) that will publish your content automatically to social bookmarking sites. Unlike Auto Social Poster, this handles all content from regular websites as well as blog post and RSS feeds.

Automated Blogging  Software / Tools

WordPressAutoInstaller WordPress Auto Installer Install and manage multiple WordPress blogs from one central location. A few clicks is what it takes to have your entire blog network up and ready to go..
Synonymizer Synonymizer (Duplicate Content Plugin) This WordPress plugin makes any content unique by replacing words with their synonyms. Easy to use and works best for article sites, PLR content and auto-generated blogs.
WPCloner WordPress Cloner Clone your plugins, themes and settings from one blog to as many other blogs as you like. Important tool if you manage a network of blogs.
WPBlaster WordPress Blaster Write one blog post, but publish different variations to as many blogs as you want, automatically.

Blog Hosting


Host Your Blog With Bluehost
Host Your Blog With Bluehost
BlueHost has been providing hosting services since 1996 and is reported to be one of the better performing hosts based on the reviews and feedbacks. They report to have over 510,000 domain owners.
They are officially recommended by WordPress.org so you’ll find a lot of WordPress blog owners signed-up with them.
BlueHost support is overall okay, even though not the fastest.  Support is by TOLL FREE telephone, chat and email tickets system. BlueHost is also known for their secure and reliable backups.
They have only one hosting plan, the price differs by the committed period, minimum is 3 months.
  • Best Value Offer: $6.95 monthly (pay for one year) and you get a free domain name registration
  • WordPress Blogs: Fantastico 1-Click WordPress Installation & Upgrade
=========================================== Host Your Blog With BlueHost >>

Host Your Blog With Hostgator
Host Your Blog With Hostgator
HostGator is perhaps one of the biggest and most established web hosting providers around, in business since 2002.
They are one of the world’s top 10 largest web hosting companies with more than 1,000,000 hosted domains. HostGator is committed to providing reliable service and superior support to all their customers. In fact this site has been hosted with HostGator for almost 2 years now with no issues whatsoever.
They can provide 99.9% uptime level guarantee mainly because they use only brand-named technologies to ensure high quality and reliability. Their server response time is really fast. Servers are based in various data centers around Dallas, Texas.
  • Best Value Offer: $7.95 for “Baby” Plan if your pay for one year, you get to host unlimited domains
  • WordPress Blogs: Fantastico 1-Click WordPress Installation & Upgrade
=========================================== Host Your Blog With Hostgator >>

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি: ২০০০-০৯

৩১ ডিসেম্বর ২০০৯ দিনটি দিয়ে শেষহলো একুশ শতকের প্রথম দশক। বিশ্বে তো বটেই, বাংলাদেশেও এই দশকে তথ্যপ্রযুক্তি প্রসার ঘটেছে উল্লেখ করার মতো। গত দশকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী

২০০০ সালে আমাদের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ছিল খুবই দুর্বল। খুব অল্পসংখ্যক ব্যবহারকারী তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ পেত। ১০ বছর পরে এসে দেখা যাচ্ছে তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমরা অনেক পিছিয়ে পড়েছি।
গত দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মোবাইল ফোন সেবার ক্ষেত্রে।১০ বছর আগে এ ব্যাপারটি প্রায় অকল্পনীয় ছিল। বর্তমানে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মোবাইল ফোন বহন করে এবং দেশের যেকোনো জায়গা থেকে মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ফোনসেটের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতর চলে এসেছে। গত দশকের শেষ বছর ২০০৯ সালে এসে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহারের সুযোগ পাচ্ছে, যদিও বেশির ভাগ ক্ষেত্রে তা অপ্রতুল। ২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের যে কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হয়েছে, তাতে ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের ফলে দেশের প্রায় অর্ধেক মানুষ কম্পিউটারের ক্ষমতা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছে। এর আগে তাদের অধিকাংশই হয় কম্পিউটারের নাম শোনেনি বা এই যন্ত্রটি দেখার সুযোগ পায়নি।প্রায় আট কোটি ভোটারের ছবি ও আঙুলের ছাপসহ যে তথ্যভাণ্ডার তৈরি হয়েছে, তা ভবিষ্যতে শুধু নির্বাচন নয়, অন্যান্য ক্ষেত্রেও তথ্যপ্রযুক্তি ব্যবহারে একটি বিরাট ভূমিকা রাখতে পারে। আমাদের চেয়ে উন্নত অনেক দেশ এমন কার্যক্রমে সাফল্যের মুখ দেখেনি।
গত এক দশকে অনেক সফটওয়্যার প্রতিষ্ঠান চালু হয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই মূল উদ্যোক্তা কম্পিউটার-সংক্রান্ত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণ।
২০০০ সালে তথ্যপ্রযুক্তিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া পেশাজীবী বা উদ্যোক্তার সংখ্যা ছিল কয়েক শ মাত্র। এখন সে সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়ে গেছে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সফটওয়্যার শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য। তার পূর্ণাঙ্গ বাস্তবায়নে সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডিজিটাল বাংলাদেশ ধারণাটি তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে জানতে উত্সাহী করেছে।
মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তারহীন প্রযুক্তির মাধ্যমে সারা দেশে ইন্টারনেটের বিস্তার ঘটিয়েছে। কিন্তু এর গতি অনেক ধীর এবং খরচও বেশি। গত কয়েক বছরে মোবাইল ফোনের বহুমুখী ব্যবহার বেড়েছে অনেক। বিশেষ করে শিক্ষার্থীদের ভর্তি এবং পরীক্ষার ফলাফল মোবাইল ফোনের মাধ্যমে জানার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে সময় বেঁচেছে এবং ঝামেলা কমেছে। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের অন্যতম প্রধান অংশ হবে সরকারের কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার, যাকে এক কথায় ই-গভর্নেন্স বা ই-সরকার বলা যায়। ২০০৯ সালে সরকারের একটি উন্নত নকশার ওয়েব পোর্টাল চালু হয়েছে এবং এতে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে। এতে এখন অনেক প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। অনেক মন্ত্রণালয়ের ওয়েবসাইট আরও তথ্যসমৃদ্ধ করা হয়েছে। তবে এখনো অনেক বিভাগ এবং সরকারি দপ্তরের ওয়েবসাইটের লিংক পোর্টাল থেকে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া সরকারি অফিসগুলোতে তথ্য অনুসন্ধান করে ই-মেইল পাঠালে বেশির ভাগ ক্ষেত্রে তার উত্তর পাওয়া যায় না।
২০০৬ সালে প্রণীত তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) সংশোধন হয়েছে গত বছর। অতীতের আইনের একটি দুর্বল ধারার কারণে ডিজিটাল স্বাক্ষর কর্তৃপক্ষ গঠনে যে বাধা ছিল, সেটি সংশোধনীর মাধ্যমে দূর হয়েছে।বছরের শেষের দিকে এর কার্যক্রমও শুরু হয়েছে। ডিজিটাল স্বাক্ষরের প্রচলন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ইলেক্টেনিক যোগাযোগের মাধ্যমে পাঠানো তথ্যের আইনগত স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেক প্রক্রিয়াকরণও অনেক দ্রুতগতিতে করা সম্ভব হচ্ছে।
২০০৯ বাংলাদেশের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের তৈরি করা স্বয়ংক্রিয় আঙুলের ছাপ শনাক্তকারী প্রযুক্তি—অটোমেটেড ফিঙারপ্রিন্ট আইডেনটিফিকেশন সিস্টেমকে (এএফআইসি) যুক্তরাষ্ট্রের এনআইএসটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এবং দ্রুত গতিসম্পন্ন হিসেবে স্বীকৃতি দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ আসার ফলে স্কুল-কলেজে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। অনেক শিক্ষার্থী ল্যাপটপ ও নেটবুক কম্পিউটার কিনছে ব্যক্তিগত ব্যবহারের জন্য। ভিস্যাট নির্ভর ইন্টারনেট যোগাযোগ থেকে অপটিক্যাল ফাইবার ব্যবহার করুন। তথ্যপ্রযুক্তি মহাসড়কে সংযুক্তি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। গত বছরেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ইন্টারনেট ফি কমিয়েছে, যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একই খরচে বেশি ব্যান্ডউইডথ ব্যবহার করার সুযোগ পাচ্ছে। টেলিসেন্টারের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছে গেছে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্য, কৃষিসংক্রান্ত তথ্যসহ নানা ধরনের সেবা দেওয়া যাচ্ছে। তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বুয়েট দলের ধারাবাহিক কৃতিত্ব বাংলাদেশের জন্য অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২০১০ সালে প্রত্যাশা
২০১০ সালের মাধ্যমে আরেকটি দশকের শুরু হলো। এ দশকের শুরু থেকেই ই-গভর্নেন্স আরও বিস্তৃতি লাভ করবে, এ প্রত্যাশা করা যায়। দরকারি তথ্য জেনে চাহিদা মোতাবেক জনগণের কাছে সরবরাহ করা হবে। সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে একটি আন্তনেটওয়ার্ক প্রতিষ্ঠা করা যেতে পারে, যার ফলে সরকারি কার্যক্রমে গতি আসবে। ই-পেমেন্ট গেটওয়ে কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু করে ই-কমার্সের ব্যাপক প্রসার ঘটানো দরকার। তথ্যপ্রযুক্তি নীতিমালা, যা গত বছর সরকার কর্তৃক গৃহীত হয়েছে, তাতে যে ৩০৬টি স্বল্প-মধ্যম মেয়াদি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন জোরেশোরে শুরু করতে হবে। মোট সংখ্যার ন্যূনতম ৫০ শতাংশমাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা উচিত।মুক্ত সফটওয়্যারের ব্যাপক ব্যবহার শুরু এবং বাংলা ভাষায় একটি সর্বজন স্বীকৃত প্রমিত সংকেত (কোড) প্রণয়ন করা উচিত ২০১০ সালেই।এ বছর আরও প্রত্যাশা হলো—ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবহারে এখনো যেসব বাধা আছে, সেগুলো দূর করে আরও কম খরচে ফোন করার সুযোগ সৃষ্টি করা।এ ছাড়া ওয়াইম্যাক্স সারা দেশে ছড়িয়ে পড়ার পাশাপাশি সহজলভ্য হবে। কালিয়াকৈরে হাইটেক পার্কে বাস্তবায়নও এ বছর শুরু হবে বলে আশা করি।

4m- Prothom Alo

চাঁদের গুহায় বসতি!


চাঁদের বুকে, সাগরতীরে বা হ্রদের পাশে বাড়ি—এমন কথা শুনতে সুমধুর শোনালেও চাঁদের বুকে বাস করার ভালো জায়গা কিন্তু সেখানকার পাহাড়ি গুহাগুলোই। বিজ্ঞানীদের একটি দল এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা চাঁদের বুকে আগেম্নয় ম্যারিয়াস পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি সংরক্ষিত লাভা টিউব খুঁজে পেয়েছেন, যেটা দেখতে অনেকটা গভীর খাদের মতোই। এই খাদ ২১৩ ফুট প্রশস্ত আর আনুমানিক ২৬০ ফুট গভীর। চাঁদের মাটিতে বসতি স্থাপনের জন্য এই গুহাটিই উপযুক্ত বলে মনে করছেন তারা। আমেরিকার জিওফিজিক্যাল ইউনিয়নের সাময়িকী ‘জিওফিজিক্যাল রিচার্স লেটারস’ এ বিষয়ক একটি প্রবন্ধে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গুহা চাঁদের অসহনীয় তাপমাত্রা থেকে রক্ষা করার পাশাপাশি আকস্মিক উল্কাপাত থেকেও রক্ষা করবে। এই গুহার বিশেষত্ব হলো, লাভার পাতলা একটি স্তর যা সম্ভাব্য বসতি স্থাপনে ও গবেষণার কাজে নিরাপত্তা দেবে। লাভা টিউব চাঁদের বুকে আগে আবিষ্কার করা হলেও এই গুহাটি এই লাভার স্তরটির জন্যই ব্যতিক্রম। এই স্তরটি ভেঙে পড়ার মতো ঝুঁকিপূর্ণ নয়। লাভা টিউব অবশ্য পৃথিবীতেও আছে। এমনকি মঙ্গল গ্রহেও এর অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সিলিন্ডার আকৃতির এসব গুহা সৃষ্টি হয়েছে লাভা উদগীরণ, ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত, মহাজাগতিক পরিবর্তন বা উল্কাপাতের পর ভূমিধসের ফলে। ‘সেলিনি’ নামের জাপানি একটি কৃত্রিম উপগ্রহ চাঁদকে প্রদক্ষিণ করছে। তার সাহায্যে তোলা হাই রেজ্যুলেশন ছবির মাধ্যমেই এই লাভা টিউব আবিষ্কার করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞানীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। নাসা ২০২০ সালে আবারও চাঁদে যাওয়ার জন্য পরিকল্পনা করেছে। আর ২০২৫ সাল নাগাদ চাঁদের বুকে অস্থায়ী একটি বসতি স্থাপনের পরিকল্পনাও নাসার আছে।

পশ্চিম অ্যান্টার্কটিকা ধসে যাওয়ার আশঙ্কা

বর্তমান হারে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকলে একপর্যায়ে অ্যান্টার্কটিকা অর্থাত্ দক্ষিণ মেরুর বরফ খণ্ডে ধস নামতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন একদল বিজ্ঞানী।
তীব্র শীতল আবহাওয়ার কারণে পৃথিবীর একেবারে উত্তর ও দক্ষিণে অবস্থিত দুই মেরুর পুরোটাই বরফে আচ্ছাদিত। প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গমাইল আয়তনের দক্ষিণ মেরুর আকার এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পরই। হাজার হাজার বছর ধরে এই এন্টার্কটিকায় বরফের পাহাড় জমে আছে। এ বরফের পুরুত্ব কোনো কোনো জায়গায় কয়েক কিলোমিটার পর্যন্ত। পানির ওপর ভেসে থাকা বরফের পাহাড়ের কারণেই অন্য যে কোনো মহাদেশের তুলনায় দক্ষিণ মেরুর গড় উচ্চতা বেশি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এসব বরফ খণ্ডও গলতে শুরু করেছে। ফলে বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। কিন্তু তার চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যদি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। অ্যান্টার্কটিকার বরফের পুরুত্ব কয়েক কিলোমিটার পর্যন্ত।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, সমুদ্রের পানির উষ্ণতা যদি আর মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯ ডিগ্রি ফারেনহাইট বাড়ে তাহলে বিশাল এই দক্ষিণ মেরুতে ধস শুরু হতে পারে। অর্থাত্ পানির উষ্ণতা বৃদ্ধির ফলে সেখানে যেসব বরফের পাহাড় রয়েছে সেগুলো গলে যেতে শুরু করবে এবং একপর্যায়ে পশ্চিম অ্যান্টার্কটিকার বিশাল অংশ পানিতে তলিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের গবেষক রবার্ট ডিকন্টো এবং পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক ডেভিড পোলার্ড সম্প্রতি তাদের এক গবেষণা থেকে এ বিষয়টি জানতে পেরেছেন। তারা জানিয়েছেন, এমনটি যদি ঘটে তাহলে বিশ্বের সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে পাঁচ মিটার অর্থাত্ প্রায় ১৬ ফুট। ফলে সাগরে হারিয়ে যাবে সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতাসম্পন্ন বহু দেশ। বিশেষ করে মহাদেশীয় এলাকাতে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। তবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে কয়েক শতাব্দী পর্যন্ত লেগে যাবে এমন মন্তব্য করেছেন ব্রাসেলসের ফ্রাইয়ে ইউনিভার্সিটির গবেষক ফিলিপ হুইব্রেখটস। উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্যানেল এক হিসেবে জানিয়েছে, গ্রিন হাউস গ্যাস নির্গমনের কারণে ২১০০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ১.৮ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দেশগুলো যদি এখনই কার্বন নির্গমন না কমায় তাহলে এ তাপমাত্রা বৃদ্ধির হার আরও বেশি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

বলয়গ্রাস সূর্যগ্রহণ ১৫ জানুয়ারি

আগামী ১৫ জানুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এর পথের বিস্তৃতি হবে প্রায় ৩০০ কিলোমিটার। প্রথমে চাঁদের বিপরীত প্রচ্ছায়ার পথটি শুরু হবে আফ্রিকা মহাদেশ থেকে। প্রচ্ছায়ার পথটি আফ্রিকা অতিক্রম করে ভারত মহাসাগরে প্রবেশ করবে এবং ভারত মহাসাগরেই সর্বোচ্চ বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। এর স্থায়িত্ব হবে ১১ মিনিট ৮ সেকেন্ড। তারপর কেন্দ্রীয় রেখাটি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ দিক দিয়ে এগিয়ে যাবে। এরপর বঙ্গোপসাগরের ওপর দিয়ে গ্রহণ পথটি মিয়ানমার হয়ে চীনে গিয়ে শেষ হবে। তাদের উপচ্ছায়ায় ঢেকে থাকা এলাকাগুলোয় আংশিক গ্রহণও দেখা যাবে।
এসব এলাকার মধ্যে রয়েছে পূর্ব ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও ইন্দোনেশিয়া।
বাংলাদেশের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে ১৫ জানুয়ারি শুক্রবার বেলা ১টা ৪৪ মিনিট ৩০ সেকেন্ডে। সেন্ট মার্টিনের দক্ষিণে ছেঁড়াদ্বীপ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ ৮ মিনিট ২৯ দশমিক ৬ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে। ছেঁড়াদ্বীপের অক্ষাংশ ২০ ডিগ্রি ৩৪ দশমিক ৫০ মিনিট উত্তর ও দ্রাঘিমাংশ ৯২ ডিগ্রি ২০ দশমিক ২০ মিনিট পূর্ব। এ অঞ্চলটি গ্রহণের মূল কেন্দ্রীয় রেখার পাশে অবস্থিত।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২১১৪ সালের আগে বাংলাদেশ থেকে আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। ২০০৯ সালেই সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। পূর্ণগ্রাস সূর্য দেখতে হলে তাদের ছায়ার মধ্যে পুরোপুরি থাকতে হয়। পূর্ণগ্রাসের ক্ষেত্রে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। বলয়গ্রাসের ক্ষেত্রে তেমনটি ঘটে না। এখানে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে না। ফলে চাঁদের চারদিকে সূর্যালোকের একটি সরু বলয় বা রিং দেখা যায়। ১৫ জানুয়ারির সূর্যগ্রহণের মূল মধ্যরেখা দেশের দক্ষিণে বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিয়ানমারের আকিয়াব অঞ্চল দিয়ে অতিক্রম করবে। ছেঁড়াদ্বীপ ছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকত ও জেলার দক্ষিণাঞ্চল পর্যন্ত বলয়গ্রাস দেখা যাবে। দেশের অন্যান্য অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে পরবর্তী বলয়গ্রাস সূর্যগ্রহণ ২০৬৪ সালের ১৭ ফেব্রুয়ারির আগে দেখা যাবে না। সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে চাঁদ। ফলে পৃথিবীর কোনো স্থান থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণ ঢাকা পড়ে যায়। পৃথিবীতে এখন চাঁদের ছায়া পড়ে। চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে তখন হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আংশিক ঢাকলে হয় আংশিক সূর্যগ্রহণ।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যায় বলে সৌরমুকুট দেখা যায়। চাঁদের কৌনিক ব্যস সূর্যের চেয়ে ছোট হলে হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।
পৃথিবী থেকে চাঁদ যখন বেশি দূরত্বে থাকে তখন তার পক্ষে পুরো সূর্যকে ঢেকে দেয়া সম্ভব হয় না। তখনই ঘটে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি দেখতে হলে চাঁদের বিপরীত প্রচ্ছায়ার মধ্যে থাকতে হয়। এর আকার হয় মাত্র কয়েকশ কিলোমিটার। তাই সব অঞ্চলে বলয়গ্রাস দেখা সম্ভব হয় না। চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে ঘণ্টায় ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি দ্রুত বেগে এগিয়ে যায়। ফলে গ্রহণের সময়কালটাও সাধারণত সীমিত হয়।
গ্রহণ পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞানবিষয়ক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

নৈসর্গিক সৌন্দর্যের নিঝুম দ্বীপ : পর্যটকদের আকর্ষণ : চিত্রা হরিণ, সমুদ্র বালুচর, নকশিকাঁথার মাঠ

সমুদ্রকোলে অস্তগামী সূর্য। কেওড়া বন থেকে দলবেঁধে ঘাসবনে ছুটে আসছে মায়াবী চিত্রা হরিণ। দূর বালুচরে চিক চিক খেলা করছে মিষ্টি সূর্যরশ্মি। কেওড়া-গেওয়া বনের কোলঘেঁষে বয়ে যাওয়া সরু খালের পাড়ে সবুজের আচ্ছাদিত নকশিকাঁথার মাঠ। ওপরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির ওড়াওড়ি। বনে পাখির কিচিরমিচির। শীতের বিকালে প্রকৃতির এমন অপরূপ দৃশ্য উপভোগ করতে কার না মন চায়। সাগরবক্ষের নৈসর্গিক সৌন্দর্যময় অভয়ারণ্য নিঝুম দ্বীপে শীত মৌসুমজুড়ে প্রকৃতির এমন মায়াবীরূপ এখন প্রতিদিনই উপভোগ করা যায়। বঙ্গোপসাগরের কোলে উত্তর ও পশ্চিমে মেঘনার শাখা নদী, আর দক্ষিণ এবং পূর্বে সৈকত ও সমুদ্র বালুচরবেষ্টিত ছোট্ট সবুজ ভূখণ্ড নিঝুম দ্বীপ—এখন পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। নোয়াখালীর দক্ষিণে মূল হাতিয়া পেরিয়ে এ দ্বীপে পৌঁছাতে পাড়ি দিতে হয় প্রমত্তা মেঘনা। শীতে নদী শান্ত থাকে বলে প্রকৃতিকে ভিন্ন স্বাদে উপভোগ করতে ভ্রমণপিয়াসীরা ছুটে যায় নিঝুম দ্বীপে। সকাল বিকালে নকশিকাঁথার মাঠে বসে দলবেঁধে হরিণের ছুটে চলা এবং জোয়ারের সময় খালের পাড়ে জলপানের দৃশ্য উপভোগ করতে হলে নিঝুম দ্বীপ ছাড়া আর কোথায়ইবা যাবেন। ৪০ হাজারের বেশি হরিণের ছুটোছুটিতে এ দ্বীপের অরণ্য যেন সব সময়ই জেগে থাকে। জানা যায়, আইলার আঘাতে অনেক হরিণ মারা গেছে। আর বন্য কুকুর তো সব সময়ই হরিণ হত্যা করে চলেছে। তবুও হরিণের দলবেঁধে চলা দেখলে কেউ ধারণাই করতে পারবেন না মরে গেছে এ বনের অনেক হরিণ। তবে আইলা যে নিঝুম দ্বীপের একমাত্র সড়কটি ক্ষতিগ্রস্ত করেছে তা সবারই চোখে পড়বে। কিন্তু যারা বনবাদাড় মাড়িয়ে পায়ে হেঁটে সৈকত আর সমুদ্র বালুচর দেখতে আগ্রহী তাদের জন্য আরও আকর্ষণীয় এখন নিঝুম দ্বীপ। শীতের সময় শরীরকে একবার চাঙ্গা করে নিতে হলে এখন ঘুরে আসতেই হয় বঙ্গোপসাগরের চোখসদৃশ এ দ্বীপে। তবে যাওয়ার আগে জেনে নেয়া উচিত কিভাবে যাবেন, কোথায় থাকবেন। নিঝুম দ্বীপে যেতে হলে হাতিয়ায় সরাসরি যাওয়া যায় লঞ্চযোগে। ঢাকা এবং চট্টগ্রাম থেকে সরাসরি হাতিয়ায় লঞ্চ রয়েছে। এগুলো পৌঁছে সাধারণত সকাল বেলা। বিশ্রাম করে দুপুরের পর জাহাজমারা হয়ে নদী পেরিয়ে নিঝুম দ্বীপ পৌঁছাতে সময় লাগে দেড়ঘণ্টা। মোক্তারিয়া ঘাটের অপরপাড়ে নিঝুম দ্বীপের যে ঘাট, তার ডানপাশেই নকশিকাঁথার মাঠ। এ মাঠে বসেই হরিণ দেখা যায়। বন্দরটিলায় রয়েছে পর্যটন কমপ্লেক্স। আগে বুকিং দিয়ে গেলে নিঝুম দ্বীপে রাত কাটানো নিরাপদ। অন্যথায় থাকার জায়গা নিয়ে বিপাকে পড়তে হতে পারে। তবে পর্যটন কমপ্লেক্সটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। এটা জেলা পরিষদ নির্মিত সাইক্লোন শেল্টার। লিজ নিয়ে এটি পরিচালনা করছে একটি বেসরকারি কোম্পানি। সকালে রিকশা অথবা পায়ে হেঁটে যাওয়া যায় নামারবাজারে। সেখানে একই সঙ্গে দেখা যায় সৈকত সূর্যাস্ত এবং বিস্তীর্ণ বালুচর। নামারবাজার অবকাশ কেন্দ্রে আপনি রাত কাটাতে পারেন। আর ফিরতে চাইলে সন্ধ্যার এক ঘণ্টা আগেই আবার বন্দরটিলায় ফিরতে হবে। না হয় বনের মেঠোপথে রাত হয়ে যাবে। পায়ে হাঁটলে প্রায় ৫ কিলোমিটারের এ পথ। বন্দরটিলার দক্ষিণে পূর্বদিকে যতদূর হাঁটা যায় বালুচরে। মনে হবে দূরদূরান্ত পর্যন্ত সব বালুচর। সমুদ্রের দেখা নেই। নৌকা নিয়ে বেড়ানো যায় নিঝুম দ্বীপের কোলঘেঁষে। হাতিয়া থেকে সড়কপথে নোয়াখালী হয়ে বাস বা ট্রেনযোগে ফেরা যায়। নিঝুম দ্বীপে সড়কপথে গেলে প্রথমদিন নোয়াখালী পৌঁছে রাত কাটালে ভালো। নোয়াখালী শহরে নানা গেস্ট হাউস এবং হোটেল ছাড়াও রয়েছে ‘নাইস’-এর মতো অভিজাত মোটেলও। এখান থেকে সড়কপথে হাতিয়া চেয়ারম্যানঘাট হয়ে সি-ট্রাকে হাতিয়া অথবা স্পিডবোট নিয়ে সরাসরি যাওয়া যায় নিঝুম দ্বীপ। তবে প্রকৃতির অপরূপ আর রহস্যঘেরা দ্বীপটিকে উপভোগ করতে হলে হাতিয়া হয়ে যাতায়াত করা নির্ঝঞ্ঝাট বলে অভিজ্ঞরা জানালেন।

ঝিনাইদহে সহস্রাধিক পরিবার সচ্ছল ছোবড়া বিক্রি করে

নারিকেলের ছোবড়া এখন আর ফেলনা নয়। ঝিনাইদহ থেকে প্রতি মাসে কমপক্ষে পাঁচ লাখ টাকার ছোবড়া যাচ্ছে চুয়াডাঙ্গা, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায়। ছোবড়া থেকে তৈরি হচ্ছে দড়ি, পাপোশ, জাজিমসহ বিভিন্ন শৌখিন জিনিসপত্র। এই ব্যবসার সঙ্গে জড়িত থেকে জেলার সহস্রাধিক পরিবারে ফিরে এসেছে সচ্ছলতা।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাজিপাড়া গ্রামের যুবক আতিকুর রহমান খোকন ৫/৬ বছর আগে নারিকেলের ব্যাবসা শুরু করেন। বিভিন্ন বাজার থেকে নারিকেল কিনে ঢাকা, চট্টোগ্রাম, সিলেটসহ বিভিন্ন এলাকায় পাঠাতে শুরু করেন। শহরে ছোবড়া ছাড়া নারিকেলের কদর বেশি। নারিকেল থেকে ছাড়ানো ছোবড়া কোনো কাজে আসত না। তাই পানির দামে তিনি ছোবড়া বিক্রি করতেন স্থানীয় লেপ-তোশকের দোকানিদের কাছে। কিন্তু বাজার থেকে নারিকেল কিনে মানুষ দিয়ে ছোবড়া ছাড়িয়ে নারিকেল বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হতেন। একপর্যায়ে খোঁজ পান চুয়াডাঙ্গার ছোবড়া ধোনার মিলের। নারিকেল থেকে ছাড়ানো ছোবড়া সেখানে পাঠানো শুরু করেন তিনি। একই ব্যবসা থেকে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। আস্তে আস্তে ব্যবসার পরিধি বাড়াতে থাকেন খোকন। এখন শৈলকূপা, ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুরসহ জেলার বিভিন্ন এলাকার বাজার থেকে নারিকেল সংগ্রহ করে নারিকেলের পাশাপাশি ছোবড়ার ব্যবসাও শুরু করেছেন। খোকনের দেখাদেখি শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি, রয়েড়া, কাচেরকোল, শেখপাড়া, হাটফাজিলপুর, ভাটই, গাড়াগঞ্জ, খুলুমবাড়িয়াবাজার, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো, হাটগোপালপুর, হলিধানি, পবহাটি, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নারিকেল ব্যবসায়ীরা নারিকেলের পাশাপাশি ছোবড়ার ব্যবসা শুরু করেন। তবে গত দু’বছরে জেলায় এই ব্যবসার ব্যাপক বিস্তার ঘটেছে। গ্রামের দরিদ্র ভ্যান-রিকশা চালকরা বাড়ি বাড়ি ঘুরে ছোবড়া সংগ্রহ করেও ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, জেলার বেশিরভাগ ছোবড়া যাচ্ছে চুয়াডাঙ্গা ও বগুড়া জেলাতে। সেখান থেকে ছোবড়া ধোলাই হয়ে দড়ির মিলসহ বিভিন্ন এলাকার লেপ-তোশকের দোকানে চলে যায়। বর্তমানে জাজিম, দড়ি, পাপোশ, বিভিন্ন শৌখিন শোপিসসহ দামি জিনিসের উপকরণ হিসাবে নারিকেলের ছোবড়া ব্যবহার করা হচ্ছে। ছোবড়া ব্যবসায়ী ঝিনাইদহের আতিক জানান, একটি নারিকেল গেরস্তদের কাছ থেকে ক্রয় করেন ৮ থেকে ১০ টাকায়। বেপারীদের কাছে বিক্রি করা হয় ১১/১২ টাকা করে। নারিকেল বেশি যায় তেলের মিলে। ছোবড়া ছাড়িয়ে প্রতিটি নারিকেলের ছোবড়া এক টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, একজন মাঝারি ধরনের ব্যবসায়ী এক মৌসুমে অর্থাত্ এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত আড়াই লাখ নারিকেল বিক্রি করেন। বড় ব্যবসায়ী এক বছরে ছোবড়া বিক্রি করে আয় করেন প্রায় ৫ লাখ টাকা। জেলার প্রায় শতাধিক ব্যবসায়ী নারিকেলের ছোবড়া ব্যবসার সঙ্গে জড়িত। ঝিনাইদহ থেকে প্রতি মাসে কমপক্ষে পাঁচ লাখ টাকার ছোবড়া যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
এছাড়া প্রতিষ্ঠিত ছোবড়া ব্যবসায়ীদের পাশাপাশি কিছু ক্ষুদ্র ব্যবসায়ীও ছোবড়া ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। এরা মানুষের বাড়ি থেকে ছোবড়া সংগ্রহ করে দরিদ্র মহিলাদের বাড়িতে ছাড়াতে দিয়ে আসে। ছাড়ানো ছোবড়া স্থানীয় লেপ-তোশকের দোকানে বিক্রি করেন। জেলার বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক পরিবারের দরিদ্র মহিলা ছোবড়া ছাড়ানোর কাজ করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। শৈলকূপা কাজীপাড়া গ্রামের রিকশাচালক বাবুলের স্ত্রী শাহিদা বেগম গৃহস্থালি কাজের অবসরে দু’মেয়েকে নিয়ে নিজ বাড়িতে ছোবড়া ছাড়ানোর কাজ করেন। এক কেজি ছোবড়া ছাড়ালে দুই টাকা করে পান। সংসারের কাজ করেও দিনে এক মণ ছোবড়া ছাড়াতে পারেন তিনি। এতে দিনে তিনি ৮০ থেকে একশ’ টাকা আয় করেন, যা দিয়ে সংসারে ফিরে এসেছে সচ্ছলতা।
 
 
From: আমার দেশ

স্থবিরতা কেটে যাক


স্বাগত ইংরেজি নতুন বছর ২০১০। নতুন প্রত্যাশায় আজ উদীত হয়েছে নতুন বছরের সূর্য। সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুন অনাবিল আনন্দ। দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা।
কবির ভাষায় বলতে হয়, ‘যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা।’ এর সঙ্গে সুর মিলিয়ে আমরা বলতে চাই নতুন বছরে কেটে যাক সব ধরনের স্থবিরতা। যে স্থবিরতা গ্রাস করেছে আমাদের অর্থনীতি, বিনিয়োগ, রাজনীতি, সংসদ, প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ডকে। সর্বোপরি আমাদের সার্বিক জনজীবনকে।
বিতর্কিত হলেও একটি নির্বাচনের পর গণতান্ত্রিক শাসনের আকাঙ্ক্ষায় ২০০৯ সালে যে ব্যাপক প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার যাত্রা শুরু করেছিল, বছর গড়িয়ে সে প্রত্যাশার খুব কম অংশই পূরণ হয়েছে। কিন্তু নতুন বছরে দেশের মানুষের প্রত্যাশা সব হতাশা, সব গ্লানি কাটিয়ে উঠে এগিয়ে যাবে বাংলাদেশ। সচল হবে দেশের অর্থনীতি, রাজনীতি, সংসদ, প্রশাসন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যুত্ ও জ্বালানি খাতের উন্নয়ন হবে নতুন বছরে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ দেশের বর্তমান খারাপ বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে এর কোনো বিকল্প নেই। বিনিয়োগের জন্য প্রয়োজন আইনশৃঙ্খলার উন্নয়ন, সরকারি দলের নেতাদের টেন্ডারবাজি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়ন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসাও হবে নতুন বছরে সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ। বছরশেষে এসে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম যেন কোনোভাবেই টেনে ধরে রাখা যাচ্ছে না। অস্থিতিশীল বাজারকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণে আনাও সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। প্রতি ঘরে একজনকে চাকরি দেয়ার বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দূরের কথা, গেল বছরে সার্বিকভাবে কর্মসংস্থানের অবস্থা খুবই নাজুক। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বৃদ্ধিও সম্ভব হবে না। আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নসহ ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করাও সরকারের জন্য বড় একটি চ্যালঞ্জ।
নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে প্রধান বিরোধী দল যে আশার সঞ্চার করেছিল, প্রথম অধিবেশনেই সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের মধ্য দিয়ে যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপতি হয়েছিল, সেটাকে ধরে রাখতে বিরোধী দলকে সংসদে ফিরিয়ে নেয়া এবং সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করার বড় চ্যালেঞ্জ সরকারের সামনে নতুন বছরে অপেক্ষা করছে। বিরোধী দলকে জন দাবি বাস্তবায়নে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে না দিয়ে সংসদের ভেতরে রেখে যাতে সেখানেই সব আলোচনা ও সিদ্ধান্ত হয়, সে ব্যাপারে নতুন বছরে সংশ্লিষ্টারা সক্রিয় হবেন বলে ব্যাপক প্রত্যাশা রয়েছে জনমনে।
মন্ত্রিসভায় নতুন মুখের চমক নিয়ে শেখ হাসিনা সরকার গঠন করলেও গত এক বছরে সরকার কোনো চমক দেখাতে পারেনি। বরং বছরশেষে সরকারের সার্বিক কর্মকাণ্ড নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মন্ত্রীদের নানান বক্তব্য বছরজুড়েই বিতর্কের সৃষ্টি করেছে। বছরশেষে মত্স্য ও পশুসম্পদমন্ত্রী এবং প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়সহ সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগের সঠিক জবাব ও নিরপেক্ষ আইনগত তদন্তের মাধ্যমে এর সুরাহা করতে হবে সরকারকে।
বঙ্গবন্ধু হত্যা মামলায় আপিল বিভাগের রায়কে সরকার গত বছরে তাদের অর্জনের শীর্ষে রাখলেও জনগণ আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকারের সাফল্য দেখতে চায়। সুশাসন প্রতিষ্ঠায়, দেশের স্বার্থ রক্ষায় সরকারের ভূমিকার মূল্যায়ন করতে চায়। টিপাইমুখে বাংলাদেশের স্বার্থবিরোধী ভারতের বাঁধ নির্মাণ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তি, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, ট্রানজিট, এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর প্রদান, সমুদ্রসীমা নিয়ে বিরোধসহ বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সরকারের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি ভারত সফরে গিয়ে এসব বিষয়ে কী পদক্ষেপ নেন, সেদিকে দেশবাসীর দৃষ্টি রয়েছে। নতুন বছরে দেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু প্রধানমন্ত্রী করবেন না।
প্রশাসনে দফায় দফায় ব্যাপক রদবদল, ওএসডি ও চাকরিচ্যুতির মধ্য দিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, সেটা সামাল দিতে না পারলে নতুন বছরেও প্রাশাসনিক স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। অবসরে যাওয়া সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের যেভাবে দলীয় বিবেচনায় দু’তিনটি পর্যন্ত প্রমোশন দিয়ে চাকরিতে পুনর্বহাল কিংবা সুযোগ-সুবিধা দিয়ে নতুন করে যে বৈষম্য ও ক্ষোভের জন্ম দেয়া হয়েছে, তা কাটিয়ে উঠতে না পারলে সমস্যা থেকেই যাবে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ওপর দলীয় ক্যাডারদের চাপ কমাতে না পারলে মাঠ পর্যায়েও অবস্থার উন্নতি হবে না। এসব বিষয়ে নজর দিয়ে এগুলোর সুরাহা করাও নতুন বছরে সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ।
পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা ও লুটতরাজ, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো যেসব ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও ন্যায়বিচার দেশের মানুষ প্রত্যাশা করে। রাজনৈতিক মামলা-মোকদ্দমা দলীয় বিবেচনায় প্রত্যাহার না করে দলমতের ঊর্ধ্ব উঠে একই নীতি গ্রহণ সরকার করবে বলে সবার প্রত্যাশা। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা কিংবা ১০ ট্রাক অস্ত্র মামলার মতো মামলাগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনঃতদন্তের নামে মানুষকে হয়রানির পথ সরকার পরিহার করে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা হবে বলে দেশের মানুষের প্রত্যাশা। এছাড়াও সরকারের সামনে চ্যালেঞ্জ রয়েছে বঙ্গবন্ধু হ্যতাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা, যুদ্ধাপরাধীদের বিচার করা।
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাম পরিবর্তনের যে সংস্কৃতি সেটা থেকে বর্তমান সরকার মুক্ত হতে পারেনি। বরং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব স্থাপনা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সরকার নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এ থেকে সরকারকে মুক্ত হতে হবে।
সাংবাদিককের হয়রানি ও নির্যাতনের পথ বেছে নিয়ে সরকার যে সমালোচনার মধ্যে পড়েছে, সেটা থেকে মুক্ত হতে নতুন বছরে সরকারকেই উদ্যোগ নিতে হবে। মিডিয়ার সঙ্গে লড়াই করে, অন্যায়ভাবে কণ্ঠরোধের চেষ্টা করে কোনো সরকারই সুবিধা করতে পারেনি। বর্তমান সরকারও পারবে না, ইতিহাসের এই শিক্ষা না নিলে সরকারকে এর খেসারত দিতে হবে বড় আকারে।
নির্বাচনের পর প্রথম বছর বলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রু্রতি নিয়ে তেমন উচ্চবাচ্য হয়নি। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিদ্যুতের অব্যাহত লোডশেডিং কিংবা উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার না হওয়াসহ সরাসরি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের পদক্ষেপ দেশের মানুষ গভীর পর্যবেক্ষণে রেখেছে। প্রথম বছর বলে মানুষ রাস্তায় নেমে আসেনি। কিন্তু অবস্থার উন্নতি না হলে, সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তারা সক্রিয় না হলে, এর মাশুল সরকারকে দিতে হবে। নতুন বছরে জনগণের প্রত্যাশা থাকবে সরকার অন্তত জনগণের কাছে দেয়া তাদের নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়ন করুক। সব স্থবিরতা কেটে গিয়ে দেশ আবার সচল হয়ে উঠুক। গণতন্ত্র পূর্ণতার দিকে এগিয়ে যাক। সচল হয়ে উঠুক সংসদ ও প্রশাসন। উন্নয়ন ও উত্পাদনে নতুন গতি সঞ্চারিত হোক।